কৃষিখবর ডেস্ক : আলুতে থাকা পটাশিয়াম ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও এনজাইম ত্বকের বলিরেখা দূর করে। বলিরেখা দূর করার কয়েকটি পদ্ধতি জেনে নিন।
০১. রোদে পোড়া কালচে দাগ দূর করতে আলুর স্লাইস ঘষুন ত্বকে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
০২. ত্বকের বলিরেখা দূর করতে মধু ও আলুর রস দিয়ে তৈরি করে নিন প্যাক। ১ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ২৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
০৩. ডার্ক সার্কেল দূর করতে আলুর ঠাণ্ডা স্লাইস চোখের উপর রেখে দিন আধা ঘণ্টা।
০৪. ১ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ২ টেবিল চামচ টমেটোর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এটি দাগ দূর করে উজ্জ্বল ও সুন্দর করবে ত্বক। সমপরিমাণ টমেটো ও শসা একসঙ্গে ব্লেন্ড করুন। আধা চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ওতি ত্বকে নিয়ে আসবে তারুণ্যের দীপ্তি।
//এআরএইচ//