কৃষিখবর প্রতিবেদক : রাজধানী ঢাকার বহুতল বাড়ির ছাদে শাক-সবজি এবং বিভিন্ন ফলের বাগানকে উৎসাহিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়িতে আজ শনিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা। মেট্রোপলিটন কৃষি অফিস উত্তরা, ঢাকার আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম ভুইয়া।
নগর কৃষি উৎপাদন সহায়ক পাইলট প্রকল্পের আওতায় এ কর্মশালায় রাজধানীর উত্তরা অঞ্চলের ৩০ জন ছাদবাগানী অংশ নেন। বাড়ির ছাদে বাগান করার মাধ্যমে অবসর বিনোদনের পাশাপাশি বাড়তি আয়ের কৌশল সম্পর্কে এ কর্মশালায় অবহিত করা হচ্ছে। ছাদের অল্প জায়গায় অধিক সংখ্যক গাছপালা লাগিয়ে পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে আয় বাড়ানোর পদ্ধতি সম্পর্কেও ছাদবাগানীদের অবহিত করা হবে। আগামী সোমবার এ পর্বের কৃষক প্রশিক্ষণ শেষ হবে।
//এআরএইচ//