মোহাম্মদ সাইদুর রহমান: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন এবং উপকূল সাংবাদিকতা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন প্রেসক্লাবে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গণমাধ্যম ব্যক্তিত্ব তানজির কচি কর্মশালাটি সঞ্চালনা করেন এবং বিভিন্ন পর্ব পরিচালনা করেন এখন টিভির আহসান রাজিব।
কর্মশালায় অংশগ্রহণ করেন দ্য এডিটরসের শাহিন বিল্লাহ, মানজমিনের এসএম বিপ্লব, এশিয়ান টিভির ইলিয়াস হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদারসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। কর্মশালার আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উপকূলীয় সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা সুন্দরবনের কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন করেন।