কৃষিখবর প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংক বৈশ্বিক সংকট পরিস্থিতির মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়।
এই স্কিমের আওতায় মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন কৃষকরা। এই ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংক হতে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবে।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই স্কিম থেকে ঋণ নেওয়া যাবে, প্রয়োজনে এর মেয়াদ বাড়ানোর কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, আন্তর্জাতিক সরবরাহ চক্র ব্যাহত হওয়ার কারণে বৈশ্বিক খাদ্য সংকট দেখা দিয়েছে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষকদের অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।