Ultimate magazine theme for WordPress.

মৌলভীবাজারে বন্যায় ১৩৩ হেক্টর জমির আউশ ক্ষতিগ্রস্ত

0

মৌলভীবাজার প্রতিনিধি : অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর পানি বেড়ে যাওয়ায় আজ শনিবার দুপুর পর্যন্ত মৌলভীবাজার জেলায় ১৩৩ হেক্টর আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, পানিতে ডুবে মৌলভীবাজার সদর উপজেলায় ৮ হেক্টর ও কমলগঞ্জ উপজেলায় ১২৫ হেক্টর আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিদফতরের উপ-পরিচালক কাজী লৎফুল বারী বলেন, মৌলভীবাজার জেলায় ৫৩ হাজার ১০ হেক্টর আউশ ধান চাষ করা হয়েছে।

গতকাল শুক্রবার মধ্য রাত থেকে মনু ও ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এতে কমলগঞ্জের রামপাশা এলাকায় ধলাই নদীর বাঁধের ২০ ফুট জায়গা ভেঙে পানি ঢোকে। এতে ১২৫ হেক্টর আউশের ক্ষতি হয়। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলায় ছড়ার পানি ঢুকে ৮ হেক্টর আউশের ক্ষতি হয়েছে।
//এআরএইচ//

Leave A Reply

Your email address will not be published.