Ultimate magazine theme for WordPress.

গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে ৭টি ময়ূরের বাচ্চা ফুটেছে

0

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সাতটি ময়ূরের বাচ্চা ফুটেছে। এর মধ্যে ৬টি প্রাকৃতিকভাবে ফুটেছে এবং একটি বাচ্চা কৃত্রিম প্রজনন যন্ত্রে ফুটেছে। বাচ্চাগুলো এখন সুস্থ আছে। আজ বুধবার সকালে প্রাকৃতিক পদ্ধতিতে তা দেওয়া ৯টি ডিমের মধ্যে ৭টি ডিমের ছানা ফুটেছে। বাকি ২টি ডিম নষ্ট হয়ে গেছে।

গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বন্যপ্রাণী গবেষক মো. তবিবুর রহমান বলেন, প্রায় ২৭-২৮ দিন আগে প্রাকৃতিক পদ্ধতিতে ৯টি ডিম নিয়ে মা ময়ূরটি তা দিতে বসেছিলো। ৬টি বাচ্চা প্রস্ফুটিত হয়। সদ্য জন্ম হওয়া প্রতিটি ময়ূর ছানা সুস্থ আছে। মায়ের সঙ্গে এদিক-ওদিক ঘোরাফেরা করছে। গত ২৬ এপ্রিল ৩০টি ময়ূরের ডিম ইনকিউবেটরে (কৃত্রিম প্রজনন যন্ত্র) রাখা হয়েছিলো।

এ সাফারি পার্কে মোট ৮৪টি ময়ূর ছিলো। সরকারিভাবে ১৩টি ময়ূর ডুলাহাজারা সাফারি পার্কে দিয়ে দেওয়া হয়। অবশিষ্টগুলোর সঙ্গে নতুন ৭টি ছানা যোগ হয়ে এখন ৭৮টি হলো বলে জানান তবিবুর রহমান।

উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশে ‘নীল ময়ূর’ এবং ‘সবুজ ময়ূর’ নামে দুই প্রজাতির ময়ূর পাওয়া যায়।
//এআরএইচ//

Leave A Reply

Your email address will not be published.