Ultimate magazine theme for WordPress.

জেলেদের জন্য ফের উন্মুক্ত মেঘনা-তেঁতুলিয়ায় ১৯০ কিলোমিটার এলাকা

0

ভোলা প্রতিনিধি : দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ ধরতে আজ ১ মে থেকে ফের ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা উন্মুক্ত করে দেয়া হয়েছে। সরকারি ঘোষণার পরই জেলেরা এই দুই নদীতে মাছ ধরা শুরু করেছেন। ইলিশের প্রজনন মৌসুমের কারণে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ ছিল্।

মেঘনা নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তুম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা দিয়েছিল মৎস্য বিভাগ।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ৩০ এপ্রিল রাত ১২ টার পর থেকেই জেলেরা নদীতে মাছ শিকার করতে পারবেন।

নিষেধাজ্ঞা সময়ে জেলেদের জন্য বিশেষ ভিজিএফ চালের ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভোলা জেলার নিবন্ধিত ৫২ হাজার জেলে পরিবার প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়।
//এআরএইচ//

Leave A Reply

Your email address will not be published.