Ultimate magazine theme for WordPress.

বান্দরবানের বি‌ভিন্ন মৌজায় চলছে জুম খাজনা আদায়

0

বান্দরবান প্রতিনিধি : বান্দরবা‌নের ১৪১তম রাজপূণ্যাহ উৎসবকে সামনে রেখে বান্দরবানের বি‌ভিন্ন মৌজায় চলছে জুম খাজনা আদায় অনুষ্ঠান। এ উপল‌ক্ষ্যে মঙ্গলবার সকালে শহরে মধ্যম পাড়ার রোয়াংছড়ি তারাছা মৌজার হেডম্যান কার্যালয়ে প্রজাদের কাছ থেকে খাজনা নেন মৌজা প্রধান উনিহ্লা ।

প্রত্যেক জুমিয়াদের কাছ থেকে ৬ টাকা ৭৫ পয়সা, এক বোতল কাঞ্চি, মুরগি ও নজরানা হিসেবে ৫০০ টাকা করে নেওয়া হয়। এসময় মৌজার ১৩টি পাড়ার কার্বারি ( পাড়া প্রধান) উপস্থিত ছিলেন। প্রজাদের কাছ থেকে সংগ্রহ করা এ খাজনা রাজপূণ্যাহর দি‌নে বান্দরবা‌নের বোমাং সার্কেল চিফের কাছে হস্তান্তর করা হবে।

১৮৭৫ সাল থেকে বোমাং সার্কেল এই রাজপুণ্যাহ উৎসব পালন করে আসছে। আগামী ৮ মার্চ শুক্রবার রাজার মাঠে বসবে (তিন দিনব্যাপী) ১৪১তম ঐত্যিবাহী রাজপূণ্যাহ উৎসব। উৎসবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন।
//এআরএইচ//

Leave A Reply

Your email address will not be published.