গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার মুকসুদপুরে মধু উৎপাদনে জনপ্রিয় ও বৃদ্ধির লক্ষ্যে চাষিদের মাঝে মৌ বক্স ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মৌ বক্স ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া প্রমুখ।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার নিটল রায় জানান কৃষি পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এসএমই ভুক্ত চাষিদের মাঝে বিনামূল্য মৌ বক্স এবং খামার যান্ত্রিকী করণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সরকার প্রদত্ত ৫০% উন্নয় সহায়তা (ভতুর্কিতে ) কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
//এআরএইচ//