মোহাম্মদ সাইদুর রহমান: জলবায়ু পরিবর্তনকে সবার জন্য অস্তিত্বের হুমকি হিসেবে উল্লেখ করে এর মোকাবিলায় বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “জলবায়ু সংকটের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে।”
ড. ইউনূস বলেন, “আমাদের ক্ষুদ্র কৃষক এবং কারিগরি কাজ নির্ভররা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার। বিশেষত কৃষি, পানি ও জনস্বাস্থ্যে টেকসই প্রযুক্তির ব্যবহার লাখ লাখ মানুষের জীবন রক্ষা করতে পারে।”
বিশ্বের বর্তমান কার্বন নির্গমন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “মহাসচিব গুতেরেস দেখিয়েছেন যে আমরা +২.৭ ডিগ্রি সেলসিয়াসের দিকে অগ্রসর হচ্ছি, যা জলবায়ু ঝুঁকি আরও বাড়াবে।”
তিনি শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণকে লক্ষ্য করে বিশ্বের জন্য একটি সমন্বিত পরিকল্পনার প্রস্তাব করেন এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।