Ultimate magazine theme for WordPress.

যুক্তরাষ্ট্রের আর্থিক, মানবাধিকার ও জলবায়ু সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের প্রতি

0

মোঃ সুমন সরকার: সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশকে অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা, মানবাধিকার রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আজ রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক শেষে এ কথা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বৈঠকে মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থবিষয়ক সহকারী সচিব ব্রেন্ট নেইম্যান এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতার বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, “আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু ঝুঁকি কমিয়ে আনতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রতিনিধিদলের সদস্যরা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র সচিব আয়োজিত একটি ওয়ার্কিং লাঞ্চে অংশ নেবেন, যেখানে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

Leave A Reply

Your email address will not be published.