Ultimate magazine theme for WordPress.

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে জর্জরিত নতুন প্রজন্মের শিশুরা

0

মোঃ সুমন সরকার: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের নতুন প্রজন্মের শিশুরা মারাত্মক সংকটে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন ও পাহাড় ধসে বাস্তুচ্যুত হয়ে এসব শিশুরা তাদের শৈশবের মৌলিক অধিকার হারাচ্ছে। পাঁচ বছরের সিফাতের হাত থেকে কলমের পরিবর্তে লাকড়ি কুড়ানোর দায়িত্ব তুলে নিয়েছে দারিদ্র্য, আর চার বছরের পুতুল দিনের অধিকাংশ সময় কাটাচ্ছে পানি সংগ্রহের কাজে।

চট্টগ্রাম নগরে জলবায়ু উদ্বাস্তুদের নিয়ে করা এক জরিপে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশুরা শিক্ষা ও স্বাভাবিক জীবনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ইউনিসেফের শিশুদের জন্য জলবায়ু ঝুঁকি সূচক অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে ১৫তম অবস্থানে রয়েছে, যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় ১ কোটি ৯০ লাখ শিশু চরম ঝুঁকিতে রয়েছে।

জলবায়ু উদ্বাস্তু শিশুরা একদিকে যেমন পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়ে অদক্ষ শ্রমবাজারে ঢুকে পড়ছে, অন্যদিকে মেয়ে শিশুরা দ্রুত বিয়ের মাধ্যমে শারীরিক ও মানসিক জটিলতায় পড়ছে। এমন পরিস্থিতিতে তাদের জন্য জলবায়ু সহিষ্ণু কর্মসংস্থান ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

সরকার ও বেসরকারি সংস্থাগুলোর উচিত জলবায়ু উদ্বাস্তু শিশুদের সুরক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা।

Leave A Reply

Your email address will not be published.