মোহাম্মদ সাইদুর রহমান: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একসাথে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট। ইবিএল ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড চালু করার মাধ্যমে এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
এই পুরস্কারটি বাংলাদেশে কর্মরত কর্পোরেশন, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এনজিও এবং জলবায়ু কর্মীদের কাজের স্বীকৃতি প্রদানে চালু করা হচ্ছে। বিশেষ করে নবায়নযোগ্য শক্তি, পানি সংরক্ষণ, টেকসই কৃষি, জীববৈচিত্র্য সুরক্ষা, এবং দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ও নেতৃত্ব দেখানো উদ্যোগগুলোকে এই পুরস্কার প্রদান করা হবে।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু এবং ইবিএল-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, ঢাকার ইএমকে সেন্টারে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ প্রসঙ্গে ডোনাল্ড লু বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে ইবিএল-এর এই নতুন উদ্যোগের সাথে যুক্তরাষ্ট্র সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশে জলবায়ু অভিযোজন প্রকল্পগুলোকে উৎসাহিত করতে ইবিএল-এর সাথে কাজ করতে আগ্রহী।”
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এই অংশীদারিত্বের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ব্যতিক্রমী কাজ করছে এমন ব্যবসা ও সংস্থাগুলোকে আমরা স্বীকৃতি দিতে পারব এবং আরও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করতে সক্ষম হবো।”
ইবিএল-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, “বিশ্বজুড়ে চরম আবহাওয়া আমাদের দ্রুত জলবায়ু অভিযোজন ও অর্থায়নের পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছে। এই পুরস্কার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে।”
ইবিএল ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড ২০২৪-এর মনোনয়ন শীঘ্রই ইবিএল-এর ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে ঘোষণা করা হবে।