কৃষিখবর প্রতিবেদক : প্যাকেট সংশোধন না করে নবায়নবিহীন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, আমদানীকারক হয়েও আমদানি না করে স্থানীয়ভাবে ক্রয় করে প্যাকেটজাতকরণ এবং প্রকৃত প্যাকেটের পাশাপাশি নিবন্ধন নম্বর (আইএমপি) বিহীন নকল প্যাকেটে প্যাকেটজাত করার কারণে মেসার্স রিকো এগ্রোভেটের নিবন্ধন সনদ বাতিল করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত ৮ জানুয়ারি মো. তাজুল ইসলাম পাটোয়ারী (পরিচালক) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. শফিকুল ইসলাম মুকুলকে লেখা আদেশে বলা হয়, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(১) ধারা অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়ায় আপনার প্রতিষ্ঠানের অনুকুলে দেয়া জিংক সালফেট (মনোহাইড্রেট) নিবন্ধন নং আইএমপি-৫৬২৬(২) এবং ম্যাগনেসিয়াম সালফেট নিবন্ধন নং আইএমপি-৫৭২১ এর সার আমদানী ও বাজারজাতকরণ নিবন্ধন সনদ বাতিল করা হলো। একই সঙ্গে বর্তমান সনদটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনতিবিলম্বে হস্তান্তরের জন্য অনুরোধ করা হয়।