Ultimate magazine theme for WordPress.

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার

0

কৃষিখবর প্রতিবেদক : বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩-২৫ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল শনিবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর আগে গত ২৪ আগস্ট চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড।

নির্বাচন বোর্ডের সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন বলেন, আগামী ২ সেপ্টেম্বর লেডিস ক্লাবে বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছি। নির্বাচন নিয়ে কোর্টের মামলা ক্লিয়ার হয়েছে। এখন ভোটের মাধ্যমে নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। নির্বাচনে মোট ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন বোর্ডে থাকা বাকি অন্য দুই সদস্য হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ।

চূড়ান্তপ্রার্থী তালিকার নোটিশে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং ৯৫৯৭/২০২৩-এর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এর ২০২৩-২৫ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচনে তফসিল অনুযায়ী ১৯ আগস্ট চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশিত হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৯৫৯৭/২০২৩-কে চ্যালেঞ্জ করে ২০ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ২৪৩০/২০২৩ এর আদেশের পরিপ্রেক্ষিতে সালিশি ট্রাইব্যুনাল, এফবিসিআই-এর মামলা নং ২০/২০২৩, তারিখ ১৬ আগস্ট ২০২৩-এর আদেশে চূড়ান্ত ভোটার তালিকা থেকে কর্তনকৃত ভোটার নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্তপ্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে সংশোধিত চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

প্রার্থীরা হলেন- এগ্রিকালচারাল মার্কেটিং কোং লি. এর চেয়ারম্যান আহসান খান চৌধুরী, আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ, হাসেম ফুডস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেম, আল-আজমী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. তাফহীম আল-আজমী, মেসার্স আহমেদ অ্যান্ড কোং এর স্বত্বাধিকারী মো. ইকতাদুল হক, মেসার্স এস আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফোরকান, মেরিডিয়ান ফুডস লি. এর চেয়ারম্যান কোহিনুর কামাল, মার্জোস্টক এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাবুল সারেং, ট্রেড লিংক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোশারেফ হোসেন, মেসার্স বনফুল অ্যান্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম, এলিন ফুড প্রোডাক্টস লি. এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মাজেদ, মেসার্স রমনী কনজুমার প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী মো. নূরুল মঈন মিনু, থাই ফুড প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী মাইকেল দে, জালালাবাদ ফুডস-এর স্বত্বাধিকারী মো. আব্দুল হামিদ, মেসার্স অনন্ত বাংলা ইন্ড্রাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ শরীফ, মাই ফুডস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আরিফুল আজম, সেরা ফুডস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান কুদ্দুসী।

নবেল ফুডস-এর স্বত্বাধিকারী মো. সেলিম জাহান, অ্যাম্প্রো এগ্রো প্রসেসরের স্বত্বাধিকারী মো. আসাদুল হাফিজ চৌধুরী, স্টার লাইন ফুড প্রোডাক্টস লি.এর পরিচালক মো. মাঈন উদ্দিন, চিটাগাং ফুডস অ্যান্ড ভেজিটেবলস-এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল, কে এন এগ্রো প্রসেসরের অংশীদারী মালিক নাজমুল হক, তাজরিয়ান ফুড অ্যান্ড বেভারেজ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন ইকবাল, বেস্টওয়ান ফুড প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী মো. ফিরোজ হোসেন, ফাহমিদা কনজ্যুমার প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আল এমরান, নওশিন এগ্রো অ্যান্ড ফ্রোজেন ফুড প্রসেসর-এর স্বত্বাধিকারী হাজী নুর এ আলম দেওয়ান, মেসার্স আবিদ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. নুরুজ্জামান চৌধুরী, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ড্রাস্ট্রিজ লি. এর চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, এ টি হক লি. এর ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক, নাসা এগ্রোফুড প্রসেজ ইন্ডাস্ট্রিজ-এর স্বত্বাধিকারী সৈয়দ মো. মোস্তফা, বুশরা এগ্রো অ্যান্ড জুট ইন্ড্রাস্ট্রিজ-এর স্বত্বাধিকারী মো. বেল্লাল হোসেন, আলাউদ্দিন এগ্রো ফুড প্রোডাক্ট-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মারুফ আহম্মেদ।

Leave A Reply

Your email address will not be published.