Ultimate magazine theme for WordPress.

বাকৃবির ভর্তি পরীক্ষায় আবেদনকারী সবার অংশগ্রহণের নির্দেশনা চেয়ে রিট

0

কৃষিখবর প্রতিবেদক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সমন্বিত ভর্তি পরীক্ষায় আবেদনকারী সব শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শিক্ষার্থীদের পক্ষে ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট রিট আবেদন করেন। তিনি বলেন, ‘আগামী ২৪ নভেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে মোট আসন সংখ্যার ১০ গুণের বেশি পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শর্ত দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

সালেহ আকরাম সম্রাট বলেন, ‘বাকৃবি’র শর্তের ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন করার পর আবেদন ফি দিয়েও প্রায় ৩৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না। তবে এই শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার টাকা করে ঠিকই আদায় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ তারা কোন অযোগ্যতার কারণে পরীক্ষা দিতে পারবেন না কর্তৃপক্ষ তা জানায়নি।’
//এআরএইচ//

Leave A Reply

Your email address will not be published.