কৃষিখবর প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনকারী বস্ত্র খাতের কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেড কনসার্ন লেটার সোমবার হাতে পেয়েছে। একই সঙ্গে কোম্পানিটি আইপিও আবেদনের (সাবসক্রিপশন ডেট) দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সোমবার কনসার্ন লেটার পেয়েছে কোম্পানির কর্তৃপক্ষ। কোম্পানির আইপিও আবেদন আগামী ২৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকায় রিং সাইন টেক্সটাইল লিমিটেড যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির ভারিত গড়হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং পুনমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৭ পয়সা।
উল্লেখ্য, ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম এডভাইজরি লিমিটেড।
//এআরএইচ//