সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য গুদামে ধান কেনার প্রতিবাদে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কৃষকরা। সোমবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি চলাকালে উপজেলা কৃষকলীগের সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রিন্টু, বারুহাস ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলহাজ্ব আবদুুর রাজ্জাক, তালম ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দেশীগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবদুল হালিম, প্রান্তিক কৃষক ছাইফুল ইসলাম, আবদুুস সালাম ও মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, তাড়াশের ইউএনও ইফ্ফাত জাহান মাইকিং করে কৃষকদের কাছ থেকে হাটে-বাজারে ধান ক্রয়ের প্রতিশ্রুতি দেন। এরপর প্রকৃত কৃষকদের ধানের মান যাচাই করে কৃষি কার্ডের মাধ্যমে খাদ্য গুদামে ধান ক্রয়ের নিশ্চয়তাও দেন। কিন্তু পরবর্তীতে কৃষকদের কাছ থেকে ধান না কিনে মোটা অংকের অর্থ সুবিধা নিয়ে ব্যবসায়ীদের ধান ক্রয় করেছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
//এআরএইচ//