কৃষিখবর প্রতিবেদক: যেখানে সেখানে প্লাস্টিক পণ্য ফেলার কারণে সব জলজ প্রাণী আজ হুমকির সম্মুখিন হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০১৯ উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আলোচনা সভায় উপপ্রধান বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির চেয়ারম্যান ড. গুলসান আরা লতিফা প্রমুখ উপস্থিত ছিলেন।
হাবিবুন নাহার বলেন, ‘পানির বোতল, পলিথিন, চিপসের প্যাকেটসহ উড়ে বেড়ানো প্লাস্টিকগুলো আমাদের অনেক ক্ষতি করে। এই বিষয়গুলোতে যদি আমরা সচেতন হই তাহলে ৭৫ শতাংশ প্লাস্টিক বর্জ্য থেকে দূরে থাকতে পারবো। একইসঙ্গে জলজ প্রাণীগুলোকে হুমকির হাত থেকে রক্ষা করতে পারবো।’
তিনি বলেন, ‘সমুদ্র এবং জলাশয় যদি প্লাস্টিক বর্জ্য দ্বারা দূষিত হয়ে যায়, তবে সেটাকে আহরণ করার মতো কোনও পরিকল্পনা আমাদের সরকার থেকে এখনও নেওয়া হয়নি। সুন্দরবনের যে পাশ দিয়ে জলযান চলাচল করে, আমি নিজে সেইসব জলযানে একটি করে কন্টেইনার দিয়ে এসেছি যাতে করে তারা প্লাস্টিকের বর্জ্যগুলো সেখানে রাখতে পারে।’
তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশ আছে যেখানে বনভূমি ছিল, এখন তার চিহ্নমাত্র নেই। কেটে সেটা শেষ করে ফেলেছে। উন্নত দেশ হিসেবে নিজেদের জাহির করার জন্য এটা করেছে। কিন্তু আমাদের প্রচুর বনভূমি আছে।’
//এআরএইচ//