কৃষিখবর প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ খেজুর নতুন প্যাকেটে ভরে বাজারজাত করার সঙ্গে জড়িত কয়েকজন অসাধু ব্যাবসায়ীকে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর বাদামতলী এলাকার খেজুরের আড়তে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনি মেয়াদোত্তীর্ণ খেজুর নতুন প্যাকেটে ভরে বাজারজাত করার প্রক্রিয়া দেখতে পেয়েছেন। এরপর তিনটি আড়তের দুজন ম্যানেজারকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন।
সারোয়ার আলম বলেন, ‘আমরা দুপুর থেকে বাদামতলী এলাকায় খেজুরের আড়তে গিয়ে খেজুরের মান দেখছি। এখানে এসে অবাক হওয়ার মতো বিষয় দেখলাম। মেয়দোত্তীর্ণ ও পঁচা খেজুর নতুন প্যাকেটে ভরে বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীরা। প্যাকেটের গায়ে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। এসব খেজুরের মেয়াদ শেষ, ছত্রাক জমেছে। তারপরও এই খেজুর বাজারে ছাড়া হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে মৌসুমি ট্রেডার্স নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতরে তিনটি আড়তে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খেজুর পেয়েছি। দুজন ম্যানেজার তাদের দোষ স্বীকার করেছে। তারা এসব খেজুর বাজারেও ছেড়েছে বলে জানিয়েছে। এরপর তাদের দুইবছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’
//এআরএইচ//