খুলনা প্রতিনিধি : খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ সড়ক নিশ্চিতে সচেতনতা সৃষ্টিতে মহান স্বাধীনতা দিবসে সাইকেল র্যালির আয়োজিন করেছিল ঢাকা রাউন্ড টেবিল ও খুলনা সাইক্লিস্ট ক্লাব। আজ মঙ্গলবার সকালে দুই শতাধিক বাইসাইকেল নিয়ে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় থেকে র্যালিটি শুরু হয়। ‘স্বাধীনতা তুমি নিরাপদে থেকো সড়কে, খাদ্যে আর জীবনে’ স্লোগান নিয়ে র্যালিটি সোনাডাঙ্গা-গল্লামারী-ময়লাপোতা-রয়েলের মোড়-রূপসা স্ট্যান্ড-নতুন বাজার-জিলা স্কুল-ডাকবাংলা-ফেরীঘাট হয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।
খুলনা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার অধ্যাপক আলমগীর কবির প্রদান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মুন্সী আইয়ুব আলী, সহকারী কমান্ডার ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, খুলনার মেয়ে ও ১০০তম দেশ ভ্রমণকারী প্রথম বাংলাদেশি কাজী আসমা আজমেরী। সাইকেল র্যালির সমন্বয়ক ছিলেন ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান এজাজ মাহমুদ রনি। এসময় আরও উপস্থিত ছিলেন- এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ও এপেক্স ক্লাব অব খুলনার সদস্যরা, ঢাকা রাউন্ড টেবিলের ভাইস চেয়ারম্যান সিফাত উদ্দিন বেগ, সদস্য আসিফ মো. সাকিব, রবিউল ইসলাম, খুলনা রাউন্ড টেবিলের সদস্য রেজওয়ান ওয়ালিদ অন্তু, জানে আলস শামস, নাজমুল হোসেন, ফয়সাল শাওন, নাজমুল সুমন, জুনায়েদ রাজু, কামরুল, আশফাকুল রনি, তন্ময়, খুলনা সাইক্লিস্টের মো. সবুজ হোসেন, রাব্বানী ভুঁইয়া, মোস্তফা কামাল, শরিফুল ইসলাম হিরণ, মোসলেহ উদ্দিন, দুরন্ত বাইসাইকেল ও আরএফএলের ব্র্যান্ড ম্যানেজার এ.এম. রকিকুল হাসান, ডেপুটি ম্যানেজার অভিক জামিল প্রমুখ।
//এআরএইচ//