Ultimate magazine theme for WordPress.

মন্ত্রীর সরকারী বাসভবনে গরুর গোয়াল

0

কৃষিখবর ডেস্ক : আসামের বর্ষীয়ান বিজেপি নেতা সিদ্ধার্থ ভট্টাচার্য। গত নির্বাচনের পর শিক্ষামন্ত্রীর পদ পেয়েছেন তিনি। তবে রাজধানী দিসপুরে মন্ত্রীদের জন্য নির্মিত বাসভবনে এখনও তিনি না উঠলেও একপাল গরুর জন্য বাসস্থান ঠিকই তৈরি করা হয়েছে তার সরকারী বাসভবনে। মন্ত্রীর নির্দেশ মতো ইতোমধ্যে গোয়ালে একপাল গরুও তোলা হয়েছে।

জার্সি জাতের এই গরুগুলিকে আনা হয়েছে দুগ্ধ খামারের জন্য। বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে আসামে। কারণ এই প্রথম আসামের কোনও ক্যাবিনেট মন্ত্রী সরকারি বাসস্থানে দুগ্ধ খামার হতে চলেছে।

শুধু তাই নয়, ওই গরুগুলোকে দেখাশোনা করবার জন্য মন্ত্রী দৈনিক ৩০০ টাকা বেতনে ৪ জন লোকও নিয়োগ দিয়েছেন। দৈনিক প্রায় ২০ থেকে ২৫ লিটার দুধ দেয় গরুগুলো।
মন্ত্রীর ব্যক্তিগত ব্যবহার ছাড়াও গুয়াহাটির বিভিন্ন মন্দিরে পুজোর জন্য দুধ পাঠিয়ে দেওয়া হয়।
//এআরএইচ//

Leave A Reply

Your email address will not be published.