Ultimate magazine theme for WordPress.

ফুল কপি ও বাধা কপির ন্যায্য মূল্যের দাবি নওগাঁর চাষীদের

0

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ২ টাকায় বিক্রি হচ্ছে প্রতি পিচ ফুল কপি ও বাধা কপি। যদিও রাজধানীর বাজারে এর দাম ১৫-২০ টাকা। এজন্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। গতকাল শুক্রবার নওগাঁ সদরের কীর্ত্তিপুর বাজারে বদলগাছী সড়কে কপি ফেলে প্রতিবাদ করেন কৃষকরা।

কৃষক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় বলা হয়, নওগাঁর হাটগুলোয় বাধা কপি ও ফুল কপির প্রতিটি ২ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সঠিক বাজার মনিটরিং না থাকায় সিন্ডিকেট চক্র বাজার নিয়ন্ত্রণ করায় ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না বলে কৃষকরা অভিযোগ করেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, কৃষক ক্ষেত মজুর সমিতির আহ্বায়ক মহসীন রেজা, কৃষক আবুল হোসেন প্রমুখ । পরে তারা নওগাঁ বদলগাছী সড়ক অবরোধ করে সেখানে বাধা কপি ও ফুল কপি রাস্তায় রেখে প্রতিবাদ জানায়।
//এআরএইচ//

Leave A Reply

Your email address will not be published.