Ultimate magazine theme for WordPress.

ভারতে গো-শুল্ক চালু

0

কৃষিখবর ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের যোগী সরকার গরু রক্ষার্থে গো-শুল্ক চালু করলো। যোগী সরকারের এক মুখপাত্র জানায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্ত্বে এক বৈঠকে গো-শুল্ক চালু করার ঘোষণা করা হয়। খবর এনডিটিভি।

যোগীর রাজ্যের সমস্ত গুরুদের রক্ষণাবেক্ষণ ও কোথাও যেন গরুদের ওপর অত্যাচার চালানো না হয় তারই প্রেক্ষিতে এই শুল্ক চালু হচ্ছে বলে জানানো হয়। যোগী সরকারের মুখপাত্র আরো জানান, গরুর সুরক্ষায় রাজ্যের সমস্ত গ্রাম, পঞ্চায়েত, নগর পঞ্চায়েত ও পুরনিগমে অস্থায়ী গোশালা তৈরি করা হবে বলে এমন পরিকল্পনা অনুমোদন হয়েছে।

এছাড়াও প্রতিটি জেলার প্রত্যেকটি গ্রাম ও শহরে কমপক্ষে ১ হাজার গবাদি পশু থাকার জায়গা তৈরি করা হবে। এর জন্য আবগারি, মাণ্ডি পরিষদ, সহ অন্যান্য লাভজনক সংস্থায় ২ শতাংশ শুল্ক ধার্য করা হবে।

উত্তর প্রদেশের মুখ্য মন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে গত সপ্তাহে তার সরকারি আধিকারিকদের পথচলতি গরুদের রক্ষা ও যন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া যোগী তার রাজ্যে অবৈধভাবে দখলে থাকা এলাকা খালি করে গরুদের সুরক্ষার জন্য গো-চারণ ভূমি তৈরির নির্দেশ দিয়েছেন।

যোগী তার রাজ্যের পথচলতি গবাদি পশুদের কিভাবে আরো ভালো আশ্রয়স্থল গড়ে তোলা যায় এবং গরুদের আরো কিভাবে যত্ন বাড়ানো যায় তার খসড়া তৈরির দায়িত্ব দিয়েছেন মুখ্য সচিব অনুপচন্দ্র পাণ্ডেকে। আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানানো হয়।
//এআরএইচ//

Leave A Reply

Your email address will not be published.