কৃষিখবর ডেস্ক : ভারত বিশ্বের শীর্ষ তুলা উৎপাদনকারী দেশ। গত বছরের ১ অক্টোবর থেকে দেশটিতে তুলা উৎপাদনের নতুন মৌসুম শুরু হয়েছে। প্রতিকুল আবহাওয়ার জের ধরে চলতি ২০১৮-১৯ মৌসুমে দেশটিতে তুলা উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় তিন লাখ বেল (প্রতি বেলে ১৭০ কেজি) কমতে পারে। কটন এসোসিয়েশন অব ইন্ডিয়ার (সিএআই) সা¤প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
চলতি বছরের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে ২০১৮-১৯ মৌসুমে ভারতে সব মিলিয়ে ৩ কোটি ৪৩ লাখ ২৫ হাজার বেল তুলা উৎপাদনের প্রাক্কলন করেছিল সিএআই। এক মাসের ব্যবধানে প্রাক্কলন সংশোধন করেছে প্রতিষ্ঠানটি। সিএআইয়ের সা¤প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০১৮-১৯ মৌসুমে ভারতে তুলা উৎপাদন আরো কমে দাঁড়াতে পারে ৩ কোটি ৪০ লাখ ২৫ হাজার বেলে।
সে হিসাবে প্রতিকুল আবহাওয়ার জের ধরে এবারের মৌসুমে দেশটিতে তুলা উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় তিন লাখ বেল কমতে পারে।
এবারের বর্ষা মৌসুমে ভারতের দক্ষিণাঞ্চলে অতিবৃষ্টি ও উত্তরাঞ্চলে অনাবৃষ্টির কারণে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, হরিয়ানাসহ সংশ্লিষ্ট প্রায় সব রাজ্যেই তুলা উৎপাদনে মন্দাভাব দেখা দিতে পারে বলে মনে করছে সিএআই। এর জের ধরে আগামী দিনগুলোয় ভারতের বাজারে সরবরাহ কমে গিয়ে তুলার দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
//এআরএইচ//