Ultimate magazine theme for WordPress.

জলবায়ু পরিবর্তনে টেকসই মডেল গ্রহণের আহ্বান সৈয়দা রিজওয়ানা হাসানের

0

মোহাম্মদ সাইদুর রহমান: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পূর্বের মডেলের পরিবর্তে নতুন টেকসই ও কার্যকর মডেল গ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত পলিথিন-এসইউপি (সিঙ্গেল ইউজ প্লাস্টিক) বর্জন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

সভায় রিজওয়ানা হাসান বলেন, “জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার ও কার্বনের ঊর্ধ্বগতির ফলে দেশ ২০৫০ সালের মধ্যে এক-তৃতীয়াংশ সমুদ্রে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ সংকট থেকে মুক্তি পেতে আমাদের টেকসই মডেল গ্রহণ করতে হবে।” বনাঞ্চল সংরক্ষণ এবং পরিবেশবান্ধব গাছ রোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “দেশের প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণ ও উপযুক্ত গাছ রোপণে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে হবে।”

News_011

পলিথিনের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ২০০২ সালে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তদারকির অভাবে পলিথিনের ব্যবহার আবারও বেড়ে গেছে। “পলিথিনের পরিবর্তে কাগজের মোড়ক ব্যবহারের প্রচলন বাড়াতে পারলে পলিথিনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে,” বলেন তিনি।

 

সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ভারত ও থাইল্যান্ডের মতো দেশগুলো ইতোমধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে কাগজের পণ্য ব্যবহার করছে। আমাদেরও এ ধরনের পদক্ষেপ নিতে হবে।”

 

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন উদ্ভিদ বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দিন ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আহসাব হাবীব।

Leave A Reply

Your email address will not be published.