Ultimate magazine theme for WordPress.

জলবায়ু তহবিলের অর্থব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান

0

মোঃ সুমন সরকার: জলবায়ু তহবিলের অর্থব্যয়ে দুর্নীতি রোধ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৩’-এর চূড়ান্ত ঘোষণাপত্র উপস্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

মুজিবুর রহমান হাওলাদার বলেন, “মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য আমরা দায়ী। জনস্বার্থবিরোধী এ ধরনের সিদ্ধান্ত কেন গ্রহণ করা হলো, তা আমাদের ভেবে দেখা উচিত। নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা ও কারখানা উচ্ছেদ করে তাদের আইনানুগ প্রক্রিয়ায় আনা প্রয়োজন। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হলে তহবিলের সঠিক ব্যবহারের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতেই হবে।”

 

পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু সহনশীল নীতিকাঠামো ও কৌশল বিকাশের ওপর জোর দিয়ে পরিবেশবিদ শরীফ জামিল বলেন, “অপ্রমাণিত প্রযুক্তি ও মিথ্যা সমাধানের পথে না গিয়ে পরিবেশবান্ধব ও জনমুখী নীতির প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আলোচনা এবং অংশীদারত্বের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

 

উল্লেখ্য, গত বছরের ১৭-১৮ নভেম্বর অনুষ্ঠিত প্রথম ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৩’-এ প্রায় ১১০০ প্রতিনিধি এবং ১৩ জন আঞ্চলিক ও বৈশ্বিক নেতা অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.