Ultimate magazine theme for WordPress.

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভয়ংকর টাইফুনের সৃষ্টি

0

মোঃ সুমন সরকার:  জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে বৃষ্টিপাত এবং আবহাওয়ার ধরনে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিজ্ঞানীদের মতে, এ পরিবর্তনের ফলে টাইফুনসহ অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের তীব্রতা ও সংখ্যা বাড়ছে, যা অত্যন্ত ভয়ংকর প্রভাব ফেলছে। তাইওয়ান, ফিলিপাইন এবং চীনে সাম্প্রতিক সময়ে আঘাত হানা শক্তিশালী টাইফুনগুলোর বাতাসের গতিবেগ ২২৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল।

 

চায়না একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানী ঝাং ওয়েনক্সিয়ার নেতৃত্বে গবেষকরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের প্রায় ৭৫ শতাংশ ভূমি অঞ্চলে বৃষ্টির ধরন পরিবর্তিত হচ্ছে। উষ্ণ তাপমাত্রার কারণে বায়ুমণ্ডলে আর্দ্রতা বেড়ে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ ও চরম আবহাওয়া আরও বাড়ছে।

 

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিভেন শেরউডও জানিয়েছেন, বিশ্বব্যাপী বৃষ্টিপাত ও তাপমাত্রার মধ্যেও ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে, যা খরা ও বন্যার ঝুঁকি বাড়াচ্ছে।

 

জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সাচি কানাডা বলেন, “বিশ্বব্যাপী উষ্ণতা টাইফুনকে আরও শক্তিশালী করে তুলছে, যদিও এ অঞ্চলে টাইফুনের সংখ্যা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।” বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের এই প্রভাব ভবিষ্যতে আরও চরম আকার ধারণ করতে পারে।

 

সূত্র: রয়টার্স

Leave A Reply

Your email address will not be published.