Ultimate magazine theme for WordPress.

দ্রুত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে টেকসই নগর উন্নয়ন অপরিহার্য: বিশেষজ্ঞদের আহ্বান

0

মোহাম্মদ সাইদুর রহমান: জুন ২৬, ২০২৪ তারিখে শুরু হওয়া “আরবান রেজিলেন্স ফোরাম”-এ বিশেষজ্ঞরা দ্রুত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই নগর উন্নয়নের গুরুত্ব তুলে ধরেছেন। সম্মেলনটি স্থানীয় সরকার বিভাগ, যুক্তরাজ্য সরকার এবং ইউএনডিপি-এর ‘নগর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (LIUPCP)’ এর আওতায় আয়োজিত হয়। এর লক্ষ্য জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে টেকসই নগর নীতি বাস্তবায়ন করা।

 

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, সরকার জলবায়ু-বান্ধব উন্নয়ন নিশ্চিত করার জন্য ন্যাশনাল আডাপ্টেশন প্ল্যান (NAP) এবং বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা প্রণয়ন করেছে এবং জাতীয় নগর নীতি চূড়ান্ত করেছে। সরকার এখন টেকসই অবকাঠামো, পানি সম্পদ ব্যবস্থাপনা, বনায়ন, ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।

 

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে গৃহহীনতা মোকাবেলায় সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের জন্য জলবায়ু-স্মার্ট, টেকসই নগর উন্নয়ন পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং ইউএনডিপি টেকসই উন্নয়ন নিশ্চিতে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন।

 

ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বাংলাদেশের দ্রুত নগরায়নের মাঝে দারিদ্র্য কমানোর জন্য সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, “আরবান রেজিলেন্স ফোরাম অন্তর্ভুক্তিমূলক জলবায়ু-স্মার্ট নগর উন্নয়ন নিশ্চিতের একটি মাইলফলক।”

 

সম্মেলনে নগর উন্নয়নের বিভিন্ন স্তরের অংশীদাররা অংশগ্রহণ করেন।

 

Leave A Reply

Your email address will not be published.