কৃষিখবর ডেস্ক: চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের লবণাক্ত ও ক্ষারযুক্ত জমিতেও এখন নতুন জাতের ধান জন্মাচ্ছে। খবর সিআরআই অনলাইন।
লবণাক্ত ও ক্ষারযুক্ত জমি ধানচাষের অনুপযুক্ত বলে ধরে নেয়া হয়। কিন্তু চীনের কৃষি বিজ্ঞানীরা নতুন জাতের ধান চাষ শুরু করেছেন। এই জাতের ধান অতিরিক্ত লবণ এবং ক্ষারও সহ্য করতে পারে। এ জাতের ধানচাষে পানির পরিমাণও তুলনামূলকভাবে কম লাগে।
সিনচিয়াংয়ের কিছু অনুর্বর ভূমিতে এখন এই জাতের ধান চাষ সম্ভব হচ্ছে। কাশগরের কয়েকটি কৃষিক্ষেত্রে এখন চলছে নতুন জাতের ধানের চাষ। ভালোভাবেই বেড়ে উঠছে এই জাতের ধানগাছ।