Ultimate magazine theme for WordPress.

জার্মানিতে কৃষকদের বিক্ষোভ

0

কৃষিখবর ডেস্ক : পরিবেশ রক্ষায় কৃষিকাজে বিভিন্ন ধরনের রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার কমানো নিয়ে জার্মান সরকারের নতুন নীতিমালার প্রতিবাদে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেছেন কৃষকেরা৷ দেশটির রাজধানী বন, বৃহৎ শহর বার্লিনসহ গুরুত্বপূর্ণ এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কৃষক বিক্ষোভে আজ শনিবার দেশটির অধিকাংশ এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

এক হাজারেরও বেশি কৃষক ট্রাক্টর নিয়ে জার্মানির সাবেক রাজধানী বনে এসে জড়ো হন৷ কৃষি মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় এই শহরে৷ বনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন কৃষকেরা৷ একজন কৃষকের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কেউ যেন ভুলে না যায় কৃষকেরা খাবার সরবরাহ করে’৷ পরিবেশ ও প্রাণীর সুরক্ষায় সরকারের নতুন নীতিমালা হতাশা প্রকাশ করেন তারা৷
রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার কমানো এবং পরিবেশ সংরক্ষণে সরকারের নতুন এই নীতিমালার কারণে ক্ষুদ্র কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে বলে বিক্ষোভকারীরা দাবি করেছেন৷ কৃষকেরা বলছেন, পরিবেশের ক্ষতির জন্য তাদের উপর না বুঝে দায় চাপানো হচ্ছে৷ জার্মানিতে পোকামাকড় এবং পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে৷ অন্যদিকে বাড়ছে সার ও কীটনাশকের ব্যবহার৷ এমন পরিস্থিতিতে নতুন নীতিমালা জারি করেছে সরকার৷

বন শহরের এক কিলোমিটারেরও এলাকাজুড়ে ট্রাক্টরগুলো পার্ক করা হয়৷ এতে বনের অনেক প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ দুইশত ট্র্যাক্টর নিয়ে বার্লিনের ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে যান কৃষকরা৷ তারা বার্লিনের চারপাশের অঞ্চলগুলো থেকে ট্রাক্টর নিয়ে রাজধানীতে আসেন৷

উত্তর জার্মানির হ্যানোভারে প্রত্যাশার চেয়েও দ্বিগুণ কৃষক বিক্ষোভ করেন৷ তারা সরকারের নতুন নীতিমালার সমালোচনা ছাড়াও গ্লাইফোসেট নিষিদ্ধকরণ এবং দক্ষিণ আমেরিকার সঙ্গে মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়েও বিরক্ত প্রকাশ করেন৷
//এআরএইচ//

Leave A Reply

Your email address will not be published.