Ultimate magazine theme for WordPress.

বাজারে আসছে কালোজিরার ক্যাপসুল

0

কৃষিখবর প্রতিবেদক : কালোজিরার তেলের সঙ্গে আধুনিক বিজ্ঞানকে অধিভুক্ত করে পূর্ণাভা লিমিটেড (রেনাটা লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান) বাজারে আনছে কালোজিরা তেলের অ্যান্টেরিক কোটেড সফট জিলাটিন ক্যাপসুল।

কালোজিরার তেলে আছে ১০০টিরও বেশি উপাদান। এতে প্রায় ২১ শতাংশ আমিষ, ৩৮ শতাংশ শর্করা এবং ৩৫ শতাংশ ভেষজ তেল ও চর্বি বিদ্যমান। কালিজিরার অন্যতম উপাদানের মধ্যে আছে নাইজেলোন, থাইমোকুইনোন ও মিক্সড অয়েল, প্রয়োজনীয় ফ্যাটি এসিড, লিনোলেইক অ্যাসিড, ওলেইক এসিড, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিংক, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-বি২, নিয়াসিন ও ভিটামিন-সি। এতে রয়েছে ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বোহাইড্রেট, ক্যানসার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হরমোন, প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক। বৈজ্ঞানিকভাবে নিরীক্ষার পর বাজারে আনা হবে এই ক্যাপসুল।
//এআরএইচ//

Leave A Reply

Your email address will not be published.